Rover Scout

  • Overview
  • Executive Members
  • Notices
  • Achievement

উপমহাদেশের প্রথম আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ঢাকা কলেজ প্রতিষ্ঠিত হয় ১৮৪১ সালে। প্রাচীন ও এঁতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে এই কলেজই বিদ্যার্থীদের সম্মুথে পাশ্চাত্যের কলাবিদ্যা, বিজ্ঞান এবং দর্শনকে উন্মোচিত করেছিল। কালজয়ী এই প্রতিষ্ঠানের মাধ্যমেই এই উপমহাদেশে শুরু হয়েছিল আধুনিক শিক্ষা ব্যবস্থার পথ চলা। কালের আবর্তে প্রায় পৌনে দুই শতাব্দী পেরিয়েছে এঁতিহ্যের ঢাকা কলেজ। এই দীর্ঘ সময় জুড়ে শুধু শিক্ষা কার্যক্রমেই নয় বরং শিক্ষার্থীদের শারীরিক ও মনস্তাত্বিক বিকাশে সহশিক্ষা কার্যনত্রমেও সমানভাবে শিক্ষার্থীদের জন্য সুযোগ সৃষ্টি করে দিয়েছে ঢাকা কলেজ। যুগের পরিক্রমায় শিক্ষার পাশাপাশি সামাজিক ও স্বেচ্ছাসেবা কার্যক্রমের সাথে তরুণ প্রজন্মের শিক্ষার্থীদের অংশগ্রহণ বর্তমানে অনস্বীকার্য হয়ে উঠেছে। কিন্তু নানা বাধা-বিপত্তির কারণে সহশিক্ষামূলক কার্যক্রমে তরুণ প্রজন্ম অংশগ্রহণ করতে পশ্চাদপদ। এমন অবস্থায় তরুণ শিক্ষার্থীদের শারীরিক, মানসিক, সামাজিক, বুদ্ধিভিত্তিক ও আধ্যাত্মিকভাবে যোগ্য করে গড়ে তোলতে ভূমিকা পালন করছে ঢাকা কলেজ রোভার স্কাউট গ্রুপ। যদিও মহান মুক্তিযুদ্ধের পূর্বে কলেজে এর কার্যক্রম সম্বন্ধে এতটা তথ্যভিত্তিক বিশ্লেষণ করা সম্ভব হয়নি। তবে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের পর ১৯৭২ সালে পুনর্গঠন করা হয় ঢাকা কলেজ রোভার স্কাউট গ্রুপকে। প্রতিষ্ঠাকালিন সম্পাদক হিসেবে জনাব মো: শাহজাহান মোল্লা, সভাপতি হিসেবে এ এস এম জনাব আজহার হোসেন, রোভার স্কাউট লিডার হিসেবে জনাব মো: শাহজাহান মোল্লা এবং প্রতিষ্ঠাকালীন সিনিয়র রোভার মেট হিসেবে মো: রফিকুল ইসলাম খান দায়িত্ব পালন করেন। তখন ইউনিটের নম্বর ছিলো ৫। সেই ধারাবাহিকতায় আজ অবধি চলমান রয়েছে এই সহশিক্ষা মূলক কার্যক্রম শিক্ষার্থীদেরকে পড়াশোনার পাশাপাশি যোগ্য করে গড়ে তুলতে অনবদ্য ভূমিকা পালন করে যাচ্ছে ঢাকা কলেজ রোভার স্কাউট গ্রুপ। যোগ্য ও নেতৃত্বগুণ সম্পন্ন শিক্ষকদের পরিচালনায় স্কাউট গ্রুপ সমৃদ্ধি ও উন্নতির সোপানে এগিয়ে যাচ্ছে। বর্তমানে ঢাকা কলেজ রোভার স্কাউট গ্রুপ এর সভাপতি- বাংলাদেশ স্কাউটস এর “রৌপ্য ইলিশ” খেতাব অর্জনকারী জাতীয় কমিশনার (এক্সটেনশন স্কাউটিং) অধ্যাপক আই কে সেলিম উল্লাহ্‌ খোন্দকার (এএলটি), অধ্যক্ষ – ঢাকা কলেজ, ঢাকা। সহ-সভাপতি অধ্যাপক এটি এম মইনুল হোসেন, উপাধ্যক্ষ – ঢাকা কলেজ, ঢাকা। সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন – মোহাম্মদ আনোয়ার মাহমুদ (উডব্যাজার),সহযোগী অধ্যাপক- ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ। গ্রুপ রোভার স্কাউট লিডার হিসেবে দায়িত্ব পালন করছেন-মোসাম্মৎ আয়েশা আক্তার (উডব্যাজার), সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ। গ্রুপ এর কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। মামুনুর রশীদ প্রভাষক- ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ এবং রোভার স্কাউট লিডার হিসেবে দায়িত্ব পালন করছেন- মোঃ ফারুক আহম্মদ, প্রভাষক -ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ এবং সহকারী স্কাউট লিডার হিসেবে দায়িত্ব পালন করছেন -রফিকুল ইসলাম, প্রভাষক- ব্যবস্থাপনা বিভাগ। এছাড়াও সিনিয়র রোভার মেটের দায়িত্ব পালন করছেন মো: সজিব মিয়া, মোঃ আসাদুল্লাহ গালিব,মো: আল আমিন, মোঃ জুয়েল মৃধা। রোভার মেট হিসেবে দায়িত্ব পালন করছেন – মোহাম্মদ বিলাল হোসাইন, মো: শান্ত,আবু সালেহ মারুফ , মোঃ রাকিবুল হাসান তামিম ও সাকিব হাসান নাহিদ। বর্তমানে রোভার সহচর ১৩০ জন,সদস্য স্তরের ৬০ জন,প্রশিক্ষণ স্তরের ২০ জন,সেবা স্তরের ১২ জন নিয়ে কার্যক্রম চলছে।

Name Designation
প্রফেসর মোহাম্মদ ইউসুফ সভাপতি
অধ্যাপক এটি এম মইনুল হোসেন সহ সভাপতি
মোহাম্মদ আনোয়ার মাহমুদ সম্পাদক
মোসাম্মৎ আয়েশা আক্তার রোভার স্কাউট লিডার
মামুনুর রশীদ কোষাধ্যক্ষ
মোঃ ফারুক আহম্মদ রোভার স্কাউট লিডার
রফিকুল ইসলাম সহকারী স্কাউট লিডার
Description Date Download